বগুড়ার সারিয়াকান্দিতে ধান ক্ষেতের সাথে শত্রুতা

শেয়ার করুন

বগুড়ার সারিয়াকান্দিতে ধান ক্ষেতের সাথে শত্রুতা করে কৃষক ইসমাইলের ১একর ১৪ শতক জমির ফসল আগাছানাশক প্রয়োগ করে নষ্ট করা হয়েছে। ফসল কাটার সময়ে এমন ঘটনায় কৃষক ইসমাইল ও তার পরিবারের লোকজনের দুশ্চিন্তায় এখন মাথায় হাত পড়েছে। উপজেলার কামালপুর ইউনিয়নের সুতানারা গ্রামে এঘটনা ঘটে। এব্যাপারে সুতানারা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ইসমাইল হোসেন বাদী হয়ে তার দুই ভাই আব্দুল মজিদ ও আব্দুর রাজ্জাকসহ ৪জনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, সুতানারা মৌজার সাবেক ১৩৭৮ এবং হাল ১৯৬৬নং দাগে ৬৬ শতক,১৪৫৫ নং দাগে ১৭ শতক,১৮৯৪ নং দাগে ০২ শতক,১৯৩২ নং দাগে ১৫ শতক ও ১৪৬৬ নং দাগে ১৪ শতক সর্বমোট ১একর ১৪ শতক জমিতে স্বর্ণা-৫ ধান রোপন করে ইসমাইল। ধান কাটতে আর মাত্র ১০/১২দিন বাকী আছে। গত শনিবার রাতে ওইসব ধান ক্ষেতে শক্রতা করে আগাছানাশক স্প্রে করে প্রতিপক্ষের লোকজন। পরের দিন রবিবার কৃষক ইসমাইল জমিতে গিয়ে দেখে তার জমির বেশীর ভাগ ধান গাছ মরে গেছে। গত বছরও ওই সব জমির ভুট্ট্রা ও ধান ক্ষেতের ফসল আগাছা নাশক প্রয়োগ করে নষ্ট করা হয় বলে এলাকার লোকজান জানান। এতে করে ইসমাইলের প্রায় দুই লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

গত রোববার উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ বিন খালিদ এবং সোমবার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


শেয়ার করুন

Similar Posts