হোসেনপুর প্রেসক্লাবের নাম ব্যবহার করে কমিটি গঠনের প্রতিবাদ

শেয়ার করুন

কিশোরগঞ্জের হোসেনপুর প্রেসক্লাবের নাম ব্যবহার করে নতুন একটি কমিটি গঠনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বর্তমান কার্যনির্বাহী কমিটি। হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার (ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন মানিক (মানব জমিন) এক যৌথ বিবৃতিতে বলেন, ১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকে হোসেনপুর প্রেসক্লাব স্থানীয় সাংবাদি কদের ঐক্য, সহযোগিতা ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বিবৃতিতে তারা জানান, সম্প্রতি কিছু ব্যক্তি হোসেনপুর প্রেসক্লাবের নাম ব্যবহার করে নতুন কমিটি গঠন করেছে, যা সাংবাদিক সমাজে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তারা আরও বলেন, বর্তমান কার্যনির্বাহী কমিটির বাইরে কোনো ব্যক্তি বা সংগঠন প্রেসক্লাবের নামে কার্যক্রম পরিচালনা করতে পারে না।

প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিকতার পবিত্র পেশাকে কলুষিত করার অপচেষ্টা রোধে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে। প্রেসক্লাবের নাম ভাঙিয়ে গঠিত অবৈধ কমিটির কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা আইনি পদক্ষেপ গ্রহণের কথাও বিবৃতিতে উল্লেখ করেন।


শেয়ার করুন

Similar Posts