কিশোরগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী মাঠে ভিপি ওয়ালীউল্লাহ রাব্বানী

শেয়ার করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি ওয়ালীউল্লাহ রাব্বানীর নেতৃত্বে গণ সংযোগ ও প্রচারণা অব্যাহত রয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সারাদিন দলীয় নেতা, কর্মী ও সমর্থক নিয়ে ভিপি ওয়ালীউল্লাহ রাব্বানী হোসেনপুর উপজেলার বিভিন্ন বাজার ও এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। প্রথমে তিনি যান পুমদী এলাকায়। পুমদী ইউনিয়নের ডাবলি বাজার, রামপুর বাজার ও চরপুমদী বাজার, গোবিন্দপুর ইউনিয়নের কেশেরা চৌরাস্তা বাজার, গোবিন্দপুর চৌরাস্তা, গোবিন্দপুর বাজার, বাকচান্দা বাজার, হোসেনপুর পৌরসভা বাজার, দক্ষিণ মাধখলা বাজার, মাধখলা চৌরাস্তা বাজার ও আমান সরকার বাজার, আড়াইবাড়িয়া ইউনিয়নের জামাইল বাজার ও কাওনা বাজার, শাহেদল ইউনিয়নের ঠাডারকান্দা বাজার, কুড়িমারা বাজার, গলাচিপা বাজার ও আশুতিয়া নতুন বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন ভিপি ওয়ালীউল্লাহ রাব্বানী ও নেতাকর্মীরা।

ভিপি ওয়ালীউল্লাহ রাব্বানী সকল শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করেন। বিভিন্ন বয়সী মানুষ আবেগাপ্লুত হয়ে তাকে বুকে টেনে নিচ্ছেন। মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। গণসংযোগে সকলেই আওয়াজ তুলছেন ‘রাব্বানী ভাই ভালো লোক, মনোনয়ন তারই হোক।’ এই সময় সকলেই দলীয় মনোনয়ন লাভে রাব্বানীর জন্য দোয়া, আশীর্বাদ এবং তার সফলতা কামনা করেন।


শেয়ার করুন

এই সম্পর্কিত