গাজীপুরে নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার

শেয়ার করুন

গাজীপুরে নিখোঁজের ৩দিন পর বাডির পাশের বিল থেকে চার বছর বয়সী শিশু আনাছ খানের মরদেহ সোমবার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত এক প্রতিবেশী দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়রা জানান, গেলো শুক্রবার শ্রীপুর উপজেলার চিনাশুকানিয়া গ্রামের প্রবাসী আল আমিন খানের ছেলে আনাছ নিখোঁজ হয়। পরে আশপাশে খোঁজাখুঁজি করে সন্ধান না মেলায় থানায় অভিযোগ দেয়া হয়। তদন্তে নেমে পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পর সন্দেহের জেরে রোববার প্রতিবেশী দম্পতি নজরুল ইসলাম ও শাহিনুরকে আটক করে। রাখবো তাদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, রাস্তার পাশের একটি সেফটি ট্যাংকিতে মরদহাটি বস্তা বন্দী করে ফেলেছে। পরে অধিকতর জিজ্ঞাসাবাদে জানায় বাড়ির কাছে একটা বিলের মাঝে ডুবাই ফেলেছে। পুলিশের হাতে আটক থাকা শাহিনুর দেখানো মতে পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত দম্পতি আনাসদের বাড়িতে কেয়ারটেকারের কাজ করতো। তাদেরও আব্দুল্লাহ নামের সমবয়সী এক সন্তান রয়েছে। প্রতিনিয়তই খেলনা নিয়ে আনাছ ও আব্দুল্লাহর সাথে বিরোধ লেগেই থাকতো। সেদিনও প্রতিবেশী সেই দম্পতির বাড়িতে গিয়েছিলো আনাস। এ ঘটনাকে সামনে রেখেই রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা সংস্থা।

গাজীপুর জেলা ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, হত্যাকান্ডের ঘটনাটি স্বীকার করেছে তারা। অনাছের একটি খেলনা সাইকেল ছিল, এই বিষয়টি হত্যার পেছনের মূল কারণ কিনা আমরা খতিয়ে দেখছি। তবে কি কারনে এই ঘটনা ঘটিয়েছেন সেই বিষয়ে সুনিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের পর সঠিক রহস্য উদঘাটন করা যাবে।


শেয়ার করুন

এই সম্পর্কিত