কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল!
কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে এই ঝটিকা মিছিল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এর আগে সোমবার (১০ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার নতুন জেলখানা মোড় থেকে চৌদ্দশত এলাকার মধ্যে এই ঝটিকা মিছিলটি বের করা হয় বলে জানা যায়।
ভিডিওতে দেখা যায়, অবৈধ ট্রাইব্যুনাল মানি না, মানবো না। শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে-এমন স্লোগান দিচ্ছেন নেতা-কর্মীরা। ব্যানারে কামরুল ইসলাম উজ্জ্বল, লিমন ঢালী ও আল জুবায়েদ খান নিয়াজ এর নামসহ কিশোরগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ এর নাম রয়েছে।
এদিকে প্রকাশ্যে যুবলীগের ব্যানার নিয়ে মিছিল করার ঘটনায় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। মিছিলের বিষয়টি নিয়ে প্রশাসনও নজরদারি বাড়িয়েছে।
