হোসেনপুরে ছিঁড়ে-পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় গরুর জন্য খড় আনতে গিয়ে ছিঁড়ে-পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫) উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামের হাশেম খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামের নিজ বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে যান নুরু খান (৬০)। এই সময় আগে থেকে ছিঁড়ে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তখন তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার ছোট ভাই ফজলু খানও একই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। তাদের মৃত্যুতে নিহত পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের পরিবার ও স্থানীয় লোকজন বলছেন, পল্লী বিদ্যূতের লোকজনের গাফলতির কারণে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন।
এদিকে ঘটনার খবর পেয়ে সেখানে যান হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা ও স্থানীয় শাহেদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিনসহ পুলিশ সদস্যরা।
স্থানীয় শাহেদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
