হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

শেয়ার করুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আসলাম মোল্লা।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আসলাম মোল্লা, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, উপজেলা বিএনপির আহবায়ক মো. জহিরুল ইসলাম মবিন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার হারুন অর রশীদ, উপজেলা জামাতের আমীর মো. আমিনুল হক, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল কালাম ফারুকী, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা কারিমুল্লাহ, হোসেনপুর উপজেলা মূলধারা সাংবাদিক ঐক্য ফোরামের সমন্বয়ক ও দিনকাল প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, লেখক ও কলামিস্ট এসএম মিজানুর রহমান মামুন, উপজেলা এনসিপি প্রধান সমন্বয়কারী মো. জাকির হোসেন, জুলাই যোদ্ধা মোস্তাক আহমেদ রাব্বী প্রমুখ।

মতবিনিময় সভায় সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে নিরাপত্তাসহ স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে সহায়তা করার আশ্বাস দেন জেলা প্রশাসক।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধা ও উপজেলার মূলধারা সাংবাদিক ঐক্য ফোরামের সাংবাদিক সদস্যরা।


শেয়ার করুন

এই সম্পর্কিত