গাজীপুরে খালেদা জিয়ার সুস্থতায় গণদোয়া অনুষ্ঠিত
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে গাজীপুরে গণদোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গাজীপুর মহানগর বিএনপির আয়োজনে জেলা শহরের ভাওয়াল রাজবাড়ীর ময়দানে এই গণ দোয়ায় বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। এই অনুষ্ঠানে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক গাজীপুর-২ আসনে বিএনপি’র প্রার্থী মুঞ্জুরুল করিম রনি, সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার, গাজীপুর-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ হোসেন আলী, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মোঃ নাসির উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, বিএনপি নেতা মীর হালিমুজ্জামান রনি, এডভোকেট ডঃ মুহাম্মদ শহীদুজ্জামান, আহাম্মদ আলী রুশদি, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেন, মহীয়সী নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার শারীরিক জীবন সংকটাপণ্য।
সারাটা জীবন তিনি উৎসর্গ করেছেন বাংলাদেশের মানুষের জন্য জন্য। তাঁর কিছু হয়ে গেলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। তাঁর জন্য বাংলাদেশে এবং পৃথিবী জুড়ে দোয়া করা হচ্ছে।আমরা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি।
এর আগে দুপুর থেকেই নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে জড়ো হতে থাকেন। এই গণদোয়ায় বিএনপি দলীয় নেতা কর্মীদের পাশাপাশি আলেম-ওলামা, মাদ্রাসা শিক্ষার্থীর সহ নানা শ্রেণী পেশার লোকজন অংশ নেন।
