কিশোরগঞ্জে কৃষি অফিসে দুদকের অভিযান

শেয়ার করুন

কিশোরগঞ্জে কৃষি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এই অভিযান পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশনের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের একটি টিম।

কিশোরগঞ্জ জেলার কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত কম্বাইন্ড হারভেস্টার যথাযথভাবে বিতরণ না করার অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলার কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত কম্বাইন্ড হারভেস্টার যথাযথভাবে বিতরণ না করার অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিনব্যাপী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কিশোরগঞ্জ এর উপপরিচালকের কার্যালয় এবং কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসে দুদকের একটি টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেন। অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাসহ প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।

প্রাপ্ত রেকর্ডসমূহ পর্যালোচনা সাপেক্ষে দুর্নীতি দমন কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


শেয়ার করুন

এই সম্পর্কিত