গোপালগঞ্জে ইউপি আ. লীগ নেতার দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন
গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ শাহ্ আলম শেখ দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।
আজ শনিবার (৬ ডিসেম্বর) সকালে প্রেসক্লাব মুকসুদপুর এর কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলার মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শাহ্ আলম এ সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রিয় সাংবাদিক বৃন্দ আমি শাহ্ আলম পিতাঃ মোঃ আব্দুল গনি শেখ, গ্রাম লোহাচুড়া, উপজেলা মুকসুদপুর, জেলা গোপালগঞ্জ। আমি ৮ নং মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে দায়িত্বরত ছিলাম, আমি মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ হইতে সকল প্রকার পদ থেকে অদ্য ৬/১২/২০২৫ তারিখ হইতে অব্যাহতি নিলাম, আজ থেকে আওয়ামী লীগের সাথে আমার কোন সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। রাজনৈতিক বা ব্যাক্তিগত স্বার্থের উর্ধ্বে আমি ভবিষ্যতে দেশ ও জাতীয় কল্যাণে কাজ করে যাব।
