করিমগঞ্জে মাদরাসার অধ্যক্ষ আমিনুল্লাহ গ্রেফতার

শেয়ার করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় মাদরাসার অধ্যক্ষ মো. আমিনুল্লাহকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে করিমগঞ্জ পৌরসভার নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া মো. আমিনুল্লাহ (৫০) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কিরাটন ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ এবং উপজেলার নয়াকান্দি (নয়াপাড়া) এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

পুলিশ, মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ–করিমগঞ্জ–চামড়াঘাট সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় মাদরাসাসহ মিয়া হোসেন ও কয়েকজন ব্যক্তির মোট ১৪.১০ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়। আইন অনুযায়ী, একই দাগভুক্ত ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নোটিশ প্রদান করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী, সবাই একসঙ্গে ক্ষতিপূরণের টাকা উত্তোলন করে নিজ নিজ হিস্যা অনুযায়ী বণ্টনের কথা থাকলেও মিয়া হোসেনের প্রাপ্য ১৫ লাখ ৩৪ হাজার ৯৬৬ টাকা পরিশোধ না করে নানা টালবাহানা শুরু করেন অভিযুক্ত মাদরাসার অধ্যক্ষ মো. আমিনুল্লাহ (৫০)। একপর্যায়ে অধ্যক্ষ মো. আমিনুল্লাহ (৫০) টাকা দিতে অস্বীকার করলে গত বছরের ৩১ জুলাই কিরাটন হাসমহল গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে মিয়া হোসেন কিশোরগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় ৩৩৭/২৫ নম্বর একটি পিটিশন মামলা দায়ের করেন। এই মামলায় আদালত থেকে মাদরাসার অধ্যক্ষ মো. আমিনুল্লাহ (৫০) এর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে করিমগঞ্জ পৌরসভার নয়াপাড়া এলাকা থেকে অধ্যক্ষ মো. আমিনুল্লাহকে গ্রেফতার করে পুলিশ।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে অভিযুক্ত আসামি মো. আমিনুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন

এই সম্পর্কিত