তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনসহ নর্ডিক অঞ্চলের দেশ সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা। সাক্ষাতে বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচন এবং তারেক রহমানের উন্নয়ন ভাবনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ডেমোক্রেটিক ট্রানজেকশনের দিকে যাচ্ছে বলেও সাক্ষাতে তারেক রহমানকে বলেছেন রাষ্ট্রদূতরা।
মঙ্গলবার রাজধানীর গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পৃথক পৃথক সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
দুপুর ১২টার দিকে চেয়ারম্যানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত। এর আগে বিএনপি চেয়ারম্যানে সঙ্গে সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত নর্ডিক অঞ্চলের দেশ সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা।
সাক্ষাতে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক, প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিক কাছে হুমায়ুন কবির বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তর্জাতিক মহলের একটি বিশেষ আগ্রহ রয়েছে। তার নেতৃত্ব ও বাংলাদেশ নিয়ে তার উন্নয়নের ভাবনার প্রতিও আগ্রহ রয়েছে। এই প্রেক্ষিতে আজ তার সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্টদূত।
তিনি বলেন, এসব সাক্ষাৎ ছিল সৌজন্য, সেখানে আমরা কীভাবে তাদের সঙ্গে কাজ করতে পারি, সে বিষয়ে আলোচনা হয়েছে৷ শিক্ষাসহ বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে বিভিন্ন কর্মসূচি যে আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি এবং জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করলে কীভাবে আমরা তাদের সঙ্গে কাজ করতে পারি- এ বিষয়গুলো নিয়েও আলাপ-আলোচনা হয়েছে।
হুমায়ুন কবির আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আগ্রহী রাষ্ট্রদূতরা। তারা আশাবাদী বাংলাদেশ একটা গণতান্ত্রিত পদ্ধতির দিকে যাবে, ডেমোক্রেটিক ট্রানজেকশনের দিকে যাচ্ছে। যেভাবে বাংলাদেশের মানুষও আগ্রহ নিয়ে আছে যে, তারা ১৭ বছর পরে ভোট দেওয়ার সুযোগ পাবে। সেভাবে আন্তর্জাতিক মহলেও একটা আগ্রহ আছে।
এক প্রশ্নের জবাবে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে, তারাও (রাষ্ট্রদূত) বিশ্বাস করে একটা সুযোগ তৈরি করে দিয়েছে।
