পটুয়াখালীর দুমকিতে বিএনপির উঠান বৈঠকে সংঘর্ষ, আহত ১
পটুয়াখালীর দুমকিতে বিএনপির নির্বাচনী উঠান বৈঠকে চেয়ারে বসাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আবু সায়েম খান (৪২) নামে এক কর্মী গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালী-১ আসনের শ্রীরামপুর ইউনিয়নের বাদুয়া শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, উঠান বৈঠকে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি গ্রুপের নেতা তারিকুল ইসলাম খান উপস্থিত হলে তাকে বসতে না দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় চৌধুরী গ্রুপের উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন চেয়ার ছাড়তে অস্বীকৃতি জানান। পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা জাকির হোসেনকে ধমক দেন।এ ঘটনায় আবু সায়েম খান জাকির হোসেনকে টেনে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, সাইফুল আলম মৃধার পক্ষে স্বেচ্ছাসেবক সদস্য সচিব মাসুদ মৃধা সহ ছাত্রসমন্বয়ক আমিনুলসহ ৫/৬জনের একটা গ্রুপ পিছন থেকে মাথায় আঘাত করলে পরে যায় তখন উত্তেজিতকর্মীসমর্থরা সায়েম খানকে এলোপাতাড়ি থাপ্পড়, কিল-ঘুষি দিয়ে মারধর করেন। এতে সায়েম খান গুরুতর আহত হন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কর্মীদের মধ্যে সামান্য হাতাহাতি হয়েছিল, যা পরে নিয়ন্ত্রণ করা হয়েছে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে উত্তেজনা বিরাজ করছে।
