বগুড়ায় আগুনে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

শেয়ার করুন

বৃহস্পতিবার মধ্যরাতে বগুড়া সদরের টিএমএসএস হাসপাতাল সংলগ্ন এলাকায় আগুনে ওষুধের দোকানসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যপক ক্ষতি হয়েয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

বগুড়া ফায়ার সার্ভিস জানায়, রাত ১২ টার দিকে সেখানকার একটি ওষুধের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। পরে তা পাশের আরো একটি ওষুধের দোকান এবং একটি কনফেকশনারী ও হোটেলে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বগুড়ায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ১ ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে এনে নেভানো হয়। ফায়ার সার্ভিস টিম সুত্র জানিয়েছেন, তারা ধারনা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।

ফায়ার সাভিস এন্ড সিভিল ডিফেন্স বগুড়ার সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর কারণে আগুন আশে পাশের বাড়িসহ অন্য স্থাপনায় ছড়াতে পারেনি। আগুন দ্রুত নেভানোর কারণে ভয়াবহ অবস্থা অবস্থা থেকে রক্ষা পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ধারনা আগুনে ১০/১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


শেয়ার করুন

এই সম্পর্কিত