তাড়াইলে যৌথবাহিনীর অভিযানে ২টি পাইপগান ও গুলিসহ সন্ত্রাসী ফারুক গ্রেফতার
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় দুইটি দেশীয় তৈরী পাইপগান, দুই রাউন্ড গুলি ও ২১টি ধারালো অস্ত্রসহ ফারুক হোসেন (২৬) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে গ্রেফতারের পর অস্ত্রসহ তাকে তাড়াইল থানায় হস্তান্তর করা হয়।
এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) দিনগত রাতে তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের শেরুয়াকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ফারুক হোসেন (২৬) তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের শেরুয়াকান্দা গ্রামের মৃত রাশিদ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ জানুয়ারি) দিনগত রাতে তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের শেরুয়াকান্দা গ্রামে অভিযান চালায় সেনাবাহিনীর করিমগঞ্জ ক্যাম্পের একটি দল। এই সময় দুইটি পাইপগান, দুইটি অকেজো গুলি ও ২১টি ধারালো অস্ত্রসহ ফারুক হোসেনকে (২৬) গ্রেফতার করা হয়। পরবর্তীতে শনিবার (২৪ জানুয়ারি) সকালে সেনা ক্যাম্প থেকে অস্ত্রসহ তাকে তাড়াইল থানায় হস্তান্তর করা হয়।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার হওয়া ফারুক হোসেন (২৬) এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
