কিশোরগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

শেয়ার করুন

কিশোরগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৬ জানুয়ারি) জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সনদপত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল হামিদ।

কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক (জেলা লাইব্রেরিয়ান) আজিজুল হক সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাসুদুল ইসলাম, কিশোরগঞ্জ দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কিশোরগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক শাকিল সরকার, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা এ.কে.এম. নাদিরুজ্জামান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-কিশোরগঞ্জ সদর উপজেলা বেসরকারী গণগ্রন্থাগার সমিতির সভাপতি ও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. আমিনুল হক সাদী, গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থী হৃদয় হাসান, পাঠক সাদ্দাম হোসেন, হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার শিক্ষার্থী আশফাকুর রহমান সায়েম প্রমুখ।

পরে তারুণ্যের উৎসব ২০২৫ এবং মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তা-কর্মচারী, জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীসহ অভিভাবকরা।


শেয়ার করুন

এই সম্পর্কিত