গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের রেলপথ অবরোধ

শেয়ার করুন

উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের জন্য ৩৩ শতাংশ কোটার সিদ্ধান্তের প্রতিবাদসহ ৫ দফা দাবিতে গাজীপুরে রেলপথ ও সড়কপথ অবরোধ করে ডিপ্লোমা প্রকৌশলী ও ডিপ্লোমা শিক্ষার্থীরা। নগরের পশ্চিম ভুরুলিয়া রেলগেট এলাকায় ট্রেন আটকে রেখে অবরোধ করলে উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

দুপুরে ডিপ্লোমা প্রকৌশলীরা ভুরুলিয়া মিস্ট মোর এলাকায় জড় হয়ে সেখান থেকে শিমুলতলী গাজীপুর সড়কে মিছিল নিয়ে ভুরুলিয়া রেলগেট এলাকায় গিয়ে
ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস
ট্রেন আটকে দেয়। ট্রেনটি আটকে দিয়ে ট্রেনের উপর শিক্ষার্থীরা চড়ে এবং রেল লাইনের ওপর বসে থেকে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। এতে উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল বিচ্ছিন্ন হয়ে যায়। ওই রেলপথে অবস্থানের পাশাপাশি তারা গাজীপুর শিমুলতলী সড়কে অবরোধ সৃষ্টি করে। এ সময় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ডিপ্লোমা প্রকৌশলের শিক্ষার্থীরা।

‘ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন’ এর ব্যানারে ‘রেল ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে অবরোধ চলাকালে সংগঠনের কেন্দ্র নেতা ইসহাক পিকু, সাইফুল ইসলাম শুভসহ ছাত্র নেতৃবৃন্দ তাদের দাবিসমূহ তুলে ধরেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রায় আড়াই ঘন্টা পর অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


শেয়ার করুন

এই সম্পর্কিত