কিশোরগঞ্জের হাওরের অলওয়েদার সড়কে আরও কালভার্ট নির্মাণ করতে হবে: প্রাণি সম্পদ উপদেষ্টা

শেয়ার করুন

মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বিভিন্ন গবেষণা ও স্থানীয় মানুষের মতামত অনুযায়ী দেখা গেছে কিশোরগঞ্জের হাওর এলাকায় যে অল ওয়েদার সড়কটি নির্মিত হয়েছে, সেখানে পানি ও মাছ চলাচলের জন্য যথেষ্ট পরিমাণ সুযোগ রাখা হয়নি। তাই নির্বিঘ্নে পানি ও মাছ চলাচলের জন্য আরও অনেকগুলো কালভার্ট নির্মাণ করতে হবে। এর ফলে এই সড়কের সুবিধা যেমন পাওয়া যাবে, পাশাপাশি মাছেরও ক্ষতি হবে না।

রোববার (৩১ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা পরিষদের অডিটোরিয়ামে নিবন্ধিত মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আরও বলেন, সব প্রাকৃতিক পরিবর্তন কিন্তু প্রকৃতি সৃষ্ট নয়, মানুষের সৃষ্টি। একমাত্র মৎস্যজীবী ছাড়া অন্য কাউকে জলমহল ইজারা দেওয়া যাবে না। এটা আমরা সব জায়গায় বলছি এবং এটা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।

কিশোরগঞ্জের তিন হাওর উপজেলা মিটামইন, ইটনা ও অষ্টগ্রামের নিবন্ধিত মৎস্যজীবীদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমতের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস অধিদপ্তরের মহাপরিচালক ড. মুহাম্মদ আবদুর রউফ।

এতে আরও বক্তব্য রাখেন-সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা ও মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান মো. আব্দুল্লা আল মামুন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা, শতাধিক মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

এরপর মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ইটনা উপজেলায় যান। সেখানে দক্ষিণ হাওরে পোনামাছ অবমুক্ত করেন তিনি। এই সময় উপস্থিত ছিলেন-ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, ইটনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল, ইটনা উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব চন্দ্র দাসসহ অন্যান্যরা।


শেয়ার করুন

Similar Posts