বাড়ী ভাড়া ও মেডিকেল ভাতা বৃদ্ধির দাবীতে আমতলীতে মানববন্ধন ও বিক্ষোভ

শেয়ার করুন

বে-সরকারী শিক্ষকদের ২০% বাড়ী ভাড়া ও ১৫০০ টাকা মেডিকেল ভাতা বৃদ্ধির দাবীতে আমতলী উপজেলা শিক্ষকদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। বুধবার আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন শিক্ষকরা। ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে কয়েক হাজার শিক্ষক, বিএনপি, জামায়েত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক দলের নেতাকর্মী অংশ নেয়।

অধ্যক্ষ আব্দুস সালাম মাওলানার সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র আহবায়ক জহিরুল ইসলাম ভিপি মামুন, সদস্য সচিব তুহিন মৃধা, পৌর বিএনপির আহবায়ক কবির উদ্দিন ফকির, উপজেলা জামায়েতে ইসলামীর আমির মাওলানা ইলিয়াস হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা কামরুল ইসলাম, জৈষ্ঠ প্রভাষক কবির হোসেন, সুপার মাওলানা আনোয়ার হোসেন , প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, সিনিয়র শিক্ষক রেজাউল করিম বাদল ও খলিলুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তরা দ্রুত শিক্ষকদের দাবীকৃত বাড়ী ভাড়া ও মেডিকেল ভাতা বাস্তবায়নের দাবী জানান।


শেয়ার করুন

Similar Posts