ভৈরবে অভিযানে ৫ খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা অর্থদণ্ড

শেয়ার করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ খাদ্য ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে সাত লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।

শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার ভৈরব উপজেলার বিভিন্ন এলাকায় নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে এই বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয়।

বিশুদ্ধ খাদ্য আদালতের নেতৃত্ব দেন কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ পুলিশ, র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি করে চৌকস দল।

বিশুদ্ধ খাদ্য আদালত সূত্রে জানা গেছে, শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার ভৈরব উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন খাদ্য উৎপাদন ও ব্যবসা প্রতিষ্ঠানে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয়। এই সময় কেক তৈরিতে পচা ডিম, অস্বাস্থ্যকর পরিবেশে মোড়কীকরণ ব্যতীত খাদ্য উৎপাদনের দায়ে উপজেলার আকবরনগরে অবস্থিত রাজধানী বেকারিকে দুই লাখ টাকা, ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে কমলপুর এলাকার ইদ্রিস আলীকে দুই লাখ টাকা, নিবন্ধন ও মোড়কীকরণ ব্যতীত খাদ্যপণ্য উৎপাদনের দায়ে কমলপুর এলাকায় অবস্থিত বন্ধন বেকারিকে এক লাখ টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রীজে বাসি মাংস সংরক্ষণ ও অন্যান্য অপরাধের দায়ে কলতাকান্দা এলাকায় অবস্থিত মনিমুক্তা হোটেলকে এক লাখ টাকা ও অস্বাস্থ্যকর খোলা টয়লেট থাকাসহ অন্যান্য অপরাধের দায়ে দুর্জয় মোড়ে অবস্থিত বিসমিল্লাহ হোটেলকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

জনস্বার্থে এই ধরনের বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


শেয়ার করুন

Similar Posts